ক্ষণিকা

আমি নাবব মহাকাব্য—

       সংরচনে

       ছিল মনে—

ঠেকল কখন তোমার কাঁকন—

       কিংকিণীতে,

কল্পনাটি গেল ফাটি

       হাজার গীতে।

মহাকাব্য সেই অভাব্য    

       দুর্ঘটনায়

পায়ের কাছে ছড়িয়ে আছে

       কণায় কণায়।

 

আমি নাবব মহাকাব্য—

       সংরচনে

       ছিল মনে।

 

হায় রে কোথা যুদ্ধকথা

       হৈল গত

       স্বপ্নমত!

পুরাণচিত্র বীরচরিত্র

       অষ্ট সর্গ

কৈল খণ্ড তোমার চণ্ড

       নয়ন - খড়্‌গ।

রইল মাত্র দিবারাত্র

       প্রেমের প্রলাপ,

দিলেম ফেলে ভাবীকেলে

       কীর্তিকলাপ।

 

হায় রে কোথা যুদ্ধকথা

       হৈল গত

       স্বপ্নমত!