ক্ষণিকা

হায় ললনা, সে প্রার্থনা

       ব্যর্থ এবে।

কোথায় গেছে সেদিন আজি

       যেদিন মম

তরুণ - কালে জীবন ছিল

       মুকুলসম,

সকল শোভা সকল মধু

       গন্ধ যত

বক্ষোমাঝে বন্ধ ছিল

       বন্দীমত।

 

 

আজ যে তাহা ছড়িয়ে গেছে

       অনেক দূরে—

অনেক দেশে, অনেক বেশে,

       অনেক সুরে।

কুড়িয়ে তারে বাঁধতে পারে

       একটিখানে

এমনতরো মোহন - মন্ত্র

       কেই বা জানে!

নিজের মন তো দেবার আশা

       চুকেই গেছে,

পরের মনটি পাবার আশায়

       রইনু বেঁচে।