অনবসর
এসো আমার বসন্তদিন
     লয়ে তোমার পুষ্পপক্ষী ,
তুমি এসো, তুমিও এসো,
     তুমি এসো, এবং তুমি,
প্রিয়ে, তোমরা সবাই জান
     ধরণীর নাম মর্তভূমি—
 
              যে যায় চলে বিরাগভরে
                   তারেই শুধু আপন জেনেই
              বিলাপ করে কাটাই, এমন
                    সময় যে নেই, সময় যে নেই।
 
ইচ্ছে করে বসে বসে
     পদ্যে লিখি গৃহকোণায়
‘ তুমিই আছ জগৎ জুড়ে'—
     সেটা কিন্তু মিথ্যে শোনায়।
ইচ্ছে করে কোনোমতেই
     সান্ত্বনা আর মান্‌ব না রে,
এমন সময় নতুন আঁখি
     তাকায় আমার গৃহদ্বারে—
 
              চক্ষু মুছে দুয়ার খুলি
                   তারেই শুধু আপন জেনেই,
              কখন তবে বিলাপ করি?
                   সময় যে নেই, সময় যে নেই।