ক্ষণিকা
গলায় বস্ত্র কব নয়নজলে,
        ‘ ভাগ্য নামে অতিবর্ষা - সম!
এক দিনেতে অধিক মেশামেশি
শ্রান্তি বড়োই আনে শেষাশেষি,
জান তো ভাই, দুটি প্রাণীর বেশি
        এ কুলায়ে কুলায় নাকো মম।
ফাগুন - মাসে ঘরের টানাটানি—    
       অনেক চাঁপা, অনেকগুলি ভ্রমর।
            ক্ষুদ্র আমার এই অমরাবতী—
                  আমরা দুটি অমর, দুটি অমর। '