কালমৃগয়া
মিশ্র বিভাস– আড়খেমটা
লীলা।   কাল সকালে উঠব মোরা
              যাব নদীর কূলে—
          শিব গড়িয়ে করব পূজো,
              আনব কুসুম তুলে।
ঋষিকুমার।  মোরা  ভোরের বেলা গাঁথব মালা,
                  দুলব সে দোলায়,
             বাজিয়ে বাঁশি গান গাহিব
                  বকুলের তলায়।
লীলা।  না ভাই,  কাল সকালে মায়ের কাছে
              নিয়ে যাব ধ’রে,
          মা বলেছে ঋষির সাজে
              সাজিয়ে দেবে তোরে!
ঋষিকুমার।  সন্ধ্যা হয়ে এল যে ভাই,
                  এখন যাই ফিরে—
             একলা আছেন অন্ধ পিতা
                  আঁধার কুটীরে।


দ্বিতীয় দৃশ্য
বন
বনদেবীগণ
মিশ্র সিন্ধু– ঢিমে তেতালা
প্রথম।  সমুখেতে বহিছে তটিনী,
         দুটি তারা আকাশে ফুটিয়া,
দ্বিতীয়।  বায়ু বহে পরিমল লুটিয়া।
তৃতীয়।  সাঁঝের অধর হতে
         ম্লান হাসি পড়িছে টুটিয়া।
চতুর্থ।  দিবস বিদায় চাহে,
         সরযূ বিলাপ গাহে,
         সায়াহ্নেরি রাঙা পায়ে
         কেঁদে কেঁদে পড়িছে লুটিয়া!