বাংলা কথ্যভাষা

আমি কোরি           তুই কোরিস                আমি কোরচি                তুই কোরচিস

তুমি করো             সে করে                     তুমি কোরচ               সে কোরচে

আপনি করেন           তিনি করেন               আপনি কোরচেন           তিনি কোরচেন

আমি কোরলুম (কোরলেম)                        তুই কোরলি

তুমি কোরলে                                         সে কোরল (করেছিলেম)

আপনি কোরলেন                                   তিনি কোরলেন

আমি কোরেচি         তুই কোরেচিস               আমি কোরেছিলুম (করেছিলেম)

তুমি কোরেচ                    সে কোরেচে                তুমি কোরেছিলে

আপনি কোরেচেন     তিনি কোরেচেন            আপনি কোরেছিলেন

আমি কোরছিলুম (করছিলেম)                     তুই কোরছিলি

তুমি কোরেছিলে                                    সে কোরেছিল

আপনি কোরছিলেন                                তিনি কোরেছিলেন

          আমি কোরতুম (কোরতেম)                         তুই কোরতিস

         তুমি কোরতে                                                   সে কোরত

        আপনি কোরতেন                                    তিনি কোরতেন

   করা যাক্‌              তুমি করো                    তুই কর                   তিনি কোরুন

   করা হোক্‌          আপনি করুন                  সে করুক

                            আমি কোরব              তুই কোরবি

তুমি কোরবে               সে কোরবে

আপনি কোরবেন           তিনি কোরবেন

করা হয়, করা যায়, কোরে থাকে, কোরতে থাকে, করা চাই, কোরতে হবে, কোরলোই বা (কোরলেই বা), নাই কোরলো (নাই কোরলে), কোরলেও হয়, কোরলেই হয়, কোরলেই হোলো, করানো, কোরে কোরে, কোরতে কোরতে।

হোয়ে পড়া, হোয়ে ওঠা, হোয়ে যাওয়া, কোরে ফেলা, কোরে ওঠা, কোরে তোলা, কোরে বসা, কোরে দেওয়া, কোরে নেওয়া, কোরে যাওয়া, করানো।

কেঁদে ওঠা, হেসে ওঠা, বোলে ওঠা, চেঁচিয়ে ওঠা, আঁৎকে ওঠা, ফস্‌কে যাওয়া, এড়িয়ে যাওয়া, চম্‌কে যাওয়া, হারিয়ে যাওয়া, সেরে যাওয়া, সোরে যাওয়া, মোরে যাওয়া।