খ্যাতির বিড়ম্বনা

সপ্তম। সরি মিঞার টপ্পা —

অষ্টম। আরে, তুই থাম্‌-না বাপু-

নবম। আমার কথাটা বলে নিই, একটু থাম্‌-না ভাই।

সকলে মিলিয়া দুকড়ির চাদর ধরিয়া টানাটানি, ‘ শুনুন মশাই, আমার কথা শুনুন মশাই ' ইত্যাদি

দুকড়ি। ( সকাতরে কেরানির প্রতি) আমি মামার বাড়ি চললুম। কিছুকাল সেখানে গিয়ে থাকব। কাউকে আমার ঠিকানা বোলো না।

[ প্রস্থান

গৃহমধ্যে সমস্ত দিন গায়ক-বাদকের কুরক্ষেত্রযুদ্ধ

বিবাদ মিটাইতে গিয়া সন্ধ্যাকালে আহত হইয়া কেরানির পতন