খ্যাতির বিড়ম্বনা
তৎক্ষণাৎ তম্বুরা ছাড়িয়া গান
ইমনকল্যাণ

জয় জয় দুকড়ি দত্ত,

ভুবনে অনুপম মহত্ত্ব — ইত্যাদি-

দুকড়ি। আরে, কী সর্বনাশ! থাম্‌ থাম্‌!

তম্বুরা-হস্তে দ্বিতীয় ব্যক্তির প্রবেশ

দ্বিতীয়। ও গানের কী জানে মশায়? আমার গান শুনুন-

দুকড়ি দত্ত তুমি ধন্য,

তব মহিমা কে জানিবে অন্য-

প্রথম। জয়-অ-জ-অ-অ-য়-অ-অ-

দ্বিতীয়। দু-উ-উ-উ-উ-উ কড়ি-ই-ই-

প্রথম। দুক-অ-অ-অ-

দুকড়ি। ( কানে আঙুল দিয়া ) আরে গেলুম, আরে গেলুম!

বাঁয়া-তবলা লইয়া বাদকের প্রবেশ

বাদক। মশায়, সংগত নেই গান! সে কি হয়!

বাদ্য আরম্ভ

দ্বিতীয় বাদকের প্রবেশ

দ্বিতীয় বাদক। ও বেটা সংগতের কী জানে! ও তো বাঁয়া ধরতেই জানে না।

প্রথম গায়ক। তুই বেটা থাম্‌।

দ্বিতীয়। তুই থাম্‌-না।

প্রথম। তুই গানের কী জানিস!

দ্বিতীয়। তুই কী জানিস?

উভয়ে মিলিয়া ওড়ব খাড়ব প্রণব নাদ উদারা তারা লইয়া তর্ক। অবশেষে তম্বুরায় তম্বুরায় লড়াই

দুই বাদকে মুখে মুখে বোল-কাটাকাটি ‘ ধ্রেকেটে দেধে ঘেনে গেধে ঘেনে '। অবশেষে তবলায় তবলায় যুদ্ধ

দলে দলে গায়ক বাদক ও খাতা-হস্তে চাঁদাওয়ালার প্রবেশ

প্রথম। মশায়, গান-

দ্বিতীয়। মশায়, চাঁদা-

তৃতীয়। মশায়, সভা —

চতুর্থ। আপনার বদান্যতা-

পঞ্চম। ইমনকল্যাণের খেয়াল-

ষষ্ঠ। দেশের মঙ্গল-