কাহিনী

নিজহস্তে আত্মঋণ তখন জগতে

দেব নর কে দাঁড়াবে তোমাদের পথে!

মোর পুত্র করিয়াছে যত অপরাধ

খণ্ডন করুক সব মোর আশীর্বাদ

পুত্রাধিক পুত্রগণ! অন্যায় পীড়ন

গভীর কল্যাণসিন্ধু করুক মন্থন।

 

(দ্রৌপদীকে আলিঙ্গনপূর্বক)

 

ভূলুণ্ঠিতা স্বর্ণলতা, হে বৎসে আমার,

হে আমার রাহুগ্রস্ত শশী, একবার

তোলো শির, বাক্য মোর করো অবধান।

যে তোমারে অবমানে তারি অপমান

জগতে রহিবে নিত্য, কলঙ্ক অক্ষয়।

তব অপমানরাশি বিশ্বজগন্ময়

ভাগ করে লইয়াছে সর্ব কুলাঙ্গনা —

কাপুরুষতার হস্তে সতীর লাঞ্ছনা।

যাও বৎসে, পতি-সাথে অমলিনমুখ

অরণ্যেরে করো স্বর্গ, দুঃখে করো সুখ।

বধূ মোর, সুদুঃসহ পতিদুঃখব্যথা

বক্ষে ধরি সতীত্বের লভো সার্থকতা।

রাজগৃহে আয়োজন দিবসযামিনী

সহস্র সুখের — বনে তুমি একাকিনী

সর্বসুখ, সর্বসঙ্গ, সর্বৈশ্বর্যময়,

সকল সান্ত্বনা একা, সকল আশ্রয়,

ক্লান্তির আরাম, শান্তি, ব্যাধির শুশ্রূষা,

দুর্দিনের শুভলক্ষ্মী, তামসীর ভূষা

উষা মূর্তিমতী। তুমি হবে একাকিনী

সর্বপ্রীতি, সর্বসেবা, জননী, গেহিনী —

সতীত্বের শ্বেতপদ্ম সম্পূর্ণ সৌরভে

শতদলে প্রস্ফুটিয়া জাগিবে গৌরবে।

[? মাঘ ১৩০৪]