প্রেম ও প্রকৃতি
৮৬
                জানি জানি এসেছ এ পথে মনের ভুলে।
           তাই হোক তবে তাই হোক– এসো তুমি, দিনু দ্বার খুলে॥
         এসেছ তুমি যে বিনা আভরণে,  মুখর নূপুর বাজে না চরণে–
                   তাই হোক ওগো, তাই হোক।
                মোর আঙিনায়    মালতী ঝরিয়া পড়ে যায়–
            তব শিথিল কবরীতে নিয়ো নিয়ো তুলে॥
      কোনো আয়োজন নাই একেবারে,  সুর বাঁধা হয় নি যে বীণার তারে–
                   তাই হোক ওগো, তাই হোক।
      ঝরো ঝরো বারি ঝরে বনমাঝে   আমারই মনের সুর ওই বাজে–
           বেণুশাখা-আন্দোলনে আমারই উতলা মন দুলে॥