প্রেম ও প্রকৃতি
৮৫
          মনে হল পেরিয়ে এলেম অসীম পথ    আসিতে তোমার দ্বারে
                    মরুতীর হতে সুধাশ্যামল পারে।
              পথ হতে গেঁথে এনেছি   সিক্তযূথীর মালা,
                    সকরুণ নিবেদনের গন্ধ ঢালা–
                       লজ্জা দিয়ো না তারে।
                    সজল মেঘের ছায়া ঘনায়    বনে বনে,
                       পথহারার বেদন বাজে   সমীরণে।
               দূরের থেকে দেখেছিলেম   বাতায়নের তলে
                    তোমার প্রদীপ জ্বলে–
             আমার আঁখি   ব্যাকুল পাখি   ঝড়ের অন্ধকারে॥