নাট্যগীতি
১০
           আঁধার শাখা উজল করি    হরিত-পাতা-ঘোমটা পরি
             বিজন বনে, মালতীবালা, আছিস কেন ফুটিয়া॥
           শোনাতে তোরে মনের ব্যথা  শুনিতে তোর মনের কথা
             পাগল হয়ে মধুপ কভু আসে না হেথা ছুটিয়া॥
           মলয় তব প্রণয়-আশে  ভ্রমে না হেথা আকুল শ্বাসে,
             পায় না চাঁদ দেখিতে তোর শরমে-মাখা মুখানি।
           শিয়রে তোর বসিয়া থাকি  মধুর স্বরে বনের পাখি
             লভিয়া তোর সুরভিশ্বাস যায় না তোরে বাখানি॥