শ্যামা

হে হৃদয়স্বামী

জীবনে মরণে প্রভু।

বজ্রসেন।  এ কী আনন্দ, আহা–

হৃদয়ে দেহে ঘুচালে মম সকল বন্ধ।

দুঃখ আমার আজি হল যে ধন্য,

মৃত্যুগহনে লাগে অমৃতসুগন্ধ।

এলে কারাগারে

রজনীর পারে উষাসম

মুক্তিরূপা অয়ি লক্ষ্মী দয়াময়ী।

  শ্যামা।  বোলো না, বোলো না, বোলো না,

আমি দয়াময়ী।

মিথ্যা, মিথ্যা, মিথ্যা। বোলো না।

এ কারাপ্রাচীরে শিলা আছে যত

নহে তা কঠিন আমার মতো।

আমি দয়াময়ী!

মিথ্যা, মিথ্যা, মিথ্যা।

বজ্রসেন।  জেনো প্রেম চিরঋণী আপনারি হরষে,

জেনো, প্রিয়ে।

সব পাপ ক্ষমা করি ঋণশোধ করে সে।

কলঙ্ক যাহা আছে,

দূর হয় তার কাছে,

কালিমার 'পরে তার অমৃত সে বরসে॥


–––

প্রেমের জোয়ারে ভাসাবে দোঁহারে

বাঁধন খুলে দাও, দাও দাও।

ভুলিব ভাবনা পিছনে চাব না,

পাল তুলে দাও, দাও দাও।

প্রবল পবনে তরঙ্গ তুলিল–

হৃদয় দুলিল, দুলিল দুলিল,

পাগল হে নাবিক,