বিসর্জন

গাহিবেন কল্যাণ তোমার। বুঝেছ কি?

নক্ষত্ররায়।                         বুঝিয়াছি।

গুণবতী।           তবে যাও। যা বলিনু করো।

মনে রেখো, মোর নামে কোরো নিবেদন।

নক্ষত্ররায়।   তাই হবে। মুকুট লইয়া খেলা! এ কী

সর্বনাশ! দেবীর সন্তোষ, রাজ্যরক্ষা,

পিতৃলোক — বুঝিতে কিছুই বাকি নেই।


চতুর্থ দৃশ্য
মন্দিরসোপান
জয়সিংহ

জয়সিংহ।    দেবী, আছ, আছ তুমি। দেবী, থাকো তুমি।

এ অসীম রজনীর সর্বপ্রান্তশেষে

যদি থাকো কণামাত্র হয়ে, সেথা হতে

ক্ষীণতম স্বরে সাড়া দাও, বলো মোরে

‘ বৎস, আছি ' — নাই, নাই, নাই, দেবী নাই!

নাই? দয়া করে থাকো! অয়ি মায়াময়ী

মিথ্যা, দয়া কর্‌, দয়া কর্‌ জয়সিংহে,

সত্য হয়ে ওঠ্‌। আশৈশব ভক্তি মোর,

আজন্মের প্রেম তোরে প্রাণ দিতে নারে?

এত মিথ্যা তুই?— এ জীবন কারে দিলি

জয়সিংহ! সব ফেলে দিলি সত্যশূন্য,

দয়াশূন্য, মাতৃশূন্য সর্বশূন্য-মাঝে!

 

অপর্ণার প্রবেশ

 

অপর্ণা, আবার এসেছিস? তাড়ালেম

মন্দিরবাহিরে, তবু তুই অনুক্ষণ

আশে-পাশে চারি দিকে ঘুরিয়া বেড়াস

সুখের দুরাশা-সম দরিদ্রের মনে?