রাজা ও রানী

চিরকাল দুঃখতাপ চেয়ে কিছুকাল

এ যন্ত্রণা ভালো।

কুমারসেন।                      তার সুখদুঃখ তুমি

দিয়েছ আমার হাতে, কিছুতে ফিরায়ে

নিতে পারিবে না আর। তারে তুমি আর

নাহি জান। তারে আর নারিবে বুঝিতে।

তুমি যারে সুখদুঃখ ব'লে মনে কর

তার সুখ দুঃখ তাহা নহে। একবার

দেখে যাই তারে।

অমরুরাজ।                      আমি তারে জানায়েছি,

কাশ্মীরে রয়েছ তুমি রাজমর্যাদায়

ক্ষুদ্র বলে আমাদের অবহেলা ক'রে ;

বিদেশে সংগ্রামযাত্রা মিছে ছল শুধু

বিবাহ ভাঙিতে।

কুমারসেন।               ধিক, ধিক প্রতারণা!

সরল বালিকা সে কি তোমার দুহিতা?

এ নিষ্ঠুর মিথ্যা তারে কহিলে যখন

বিধাতা কি ঘুমাইতেছিল? শিরে তব

বজ্র পড়িল না ভেঙে? এখনো সে বেঁচে

রয়েছে কি! যেতে দাও, যেতে দাও মোরে —

দিবে না কি যেতে? হানো তবে তরবারি —

বলো তারে মরে গেছি আমি। প্রতারণা

করো না তাহারে।

শংকরের প্রবেশ

   শংকর।                      আসিছে সন্ধানে তব

শত্রুচর, পেয়েছি সংবাদ। এইবেলা

চলো যাই।

কুমারসেন।                      কোথা যাব। কী হবে লুকায়ে।

এ জীবন পারি নে বহিতে।

   শংকর।                            বনপ্রান্তে

তোমার অপেক্ষা করি আছেন সুমিত্রা।