কাহিনী

প্রজাদের ' পরে জুলুমটা নেই।

ক্ষীরো।      ছোটোমুখে বলে বড়ো কথাগুলা,

আমার সঙ্গে অন্যের তুলা?

মালতী?

মালতী।          আজ্ঞে।

ক্ষীরো।                     কী কর্তব্য।

মালতী।     জরিমানা দিক যত অসভ্য

এক-শো এক-শো।

ক্ষীরো।                      গরিব ওরা যে,

তাই একেবারে এক-শো ' র মাঝে

নব্বই টাকা করে দিনু মাপ।

প্রথমা।     আহা, গরিবের তুমিই মা বাপ।

দ্বিতীয়া।     কার মুখ দেখে উঠেছিল প্রাতে,

নব্বই টাকা পেল হাতে হাতে।

তৃতীয়া।     নব্বই কেন, যদি ভেবে দেখে —

আরো ঢের টাকা নিয়ে গেল ট্যাঁকে।

হাজার টাকার ন-শো নব্বই

চোখের পলকে পেল সর্বই।

চতুর্থী।     এক দমে ভাই এত দিয়ে ফেলা

অন্যে কে পারে, এ তো নয় খেলা।

ক্ষীরো।      বলিস নে আর মুখের আগে,

নিজগুণ শুনে শরম লাগে।

বিনি।

বিনি।          রানীমাসী!

ক্ষীরো।              হঠাৎ কী হল।

ফোঁস ফোঁস করে কাঁদিস কেন লো।

দিনরাত আমি বকে বকে খুন,

শিখলি নে কিছু কায়দা কানুন?

মালতী!

মালতী।         আজ্ঞে।

ক্ষীরো।                       এই মেয়েটাকে

শিক্ষা না দিলে মান নাহি থাকে।