কাহিনী

এমন গরিব নেই রানীমাসি!

ঘরে আছে তার সাত ছেলে মেয়ে,

মাস পাঁচ-ছয় মাইনে না পেয়ে

খরচপত্র পাঠাতে পারে না —

দিনে দিনে তার বেড়ে যায় দেনা,

কেঁদে কেঁদে মরে — তাই চুড়িগাছি

নুকিয়ে তাহারে দান করিয়াছি।

অনেক তো চুড়ি আছে মোর হাতে,

একখানা গেলে কি হবে তাহাতে।

ক্ষীরো।      বোকা মেয়েটার শোনো ব্যাখ্যানা

একখানা গেলে গেল একখানা,

সে যে একেবারে ভারি নিশ্চয়।

কে না জানে যেটা রাখ সেটা রয়,

যেটা দিয়ে ফেল সেটা তো রয় না —

এর চেয়ে কথা সহজ হয় না।

অল্পস্বল্প যাদের আছে

দানে যশ পায় লোকের কাছে —

ধনীর দানেতে ফল নাহি ফলে,

যত দেও তত পেট বেড়ে চলে —

কিছুতে ভরে না লোকের স্বার্থ,

ভাবে ‘ আরো ঢের দিতে যে পারত '।

অতএব বাছা, হবি সাবধান,

বেশি আছে বলে করিস নে দান।

মালতী!

মালতী।               আজ্ঞে।

ক্ষীরো।                     বোকা মেয়েটি এ,

এরে দুটো কথা দাও সমঝিয়ে।

মালতী।     রানীর বোনঝি রানীর অংশ,

তফাতে থাকবে উচ্চ বংশ ;

দান করা-টরা যত হয় বেশি

গরিবের সাথে তত ঘেঁষাঘেঁষি।

পুরোনো শাস্ত্রে লিখেছে শোলোক,