প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
প্রতিবেশিনীগণের প্রবেশ
প্রতিবেশিনীগণ। জয় জয় রানী, হও চিরজয়ী।
কল্যাণী তুমি কল্যাণময়ী।
ক্ষীরো। ওগো রানীদিদি, শোন্ ওই শোন্,
পাতে যদি কিছু হত অকুলোন
এত গলা ছেড়ে এত খুলে প্রাণ
উঠিত কি তবে জয় জয় তান?
যদি দু-চারটে চন্দ্রপুলি
দৈবগতিকে দিতে না ভুলি।
তা হলে কি আর রক্ষে থাকত,
হজম করতে বাপকে ডাকত।
কল্যাণী। আজ তো খাবার হয় নি কষ্ট?
প্রথমা। কত পাতে পড়ে হয়েছে নষ্ট —
লক্ষ্মীর ঘরে খাবার ত্রুটি?
কল্যাণী। হাঁ গো, কে তোমা র সঙ্গে উটি?
আগে তো দেখি নি।
দ্বিতীয়া। আমার মধু,
তারি উটি হয় নতুন বধূ —
এনেছি দেখাতে তোমার চরণে
মা জননী।
ক্ষীরো। সেটা বুঝেছি ধরনে।
বধূর প্রতি
দ্বিতীয়া। প্রণাম করিবে এসো এ দিকে
এই যে তোমার রানীদিদিকে।
কল্যাণী। এসো কাছে এসো, লজ্জা কাদের?
আংটি পরাইয়া
আহা, মুখখানি দিব্যি ছাঁদের —
চেয়ে দেখ্ ক্ষীরি।
ক্ষীরো। মুখটি তো বেশ,
তা চেয়ে তোমার আংটি সরেশ।
দ্বিতীয়া। শুধু রূপ নিয়ে কী হবে অঙ্গে,