কাহিনী

খেলার পুতলি করিয়া তাহারে

আর কি পূজিবে পৌরজন?

পূজা যদি মোর হয়ে থাকে শেষ

হয়ে গেছে শেষ আমার খেলা।

দেবতার লীলা করি সমাপন

জলে ঝাঁপ দিবে মাটির ঢেলা।

হাসো হাসো তুমি, হে রাজমন্ত্রী,

লয়ে আপনার অহংকার —

ফিরে লও তব স্বর্ণমুদ্রা,

ফিরে লও তব পুরস্কার।

বহু কথা বৃথা বলেছি তোমায়

তা লাগি হৃদয় ব্যথিছে মোরে।

অধম নারীর একটি বচন

রেখো, হে প্রাজ্ঞ, স্মরণ ক'রে —

বুদ্ধির বলে সকলই বুঝেছ,

দু-একটি বাকি রয়েছে তবু,

দৈবে যাহারে সহসা বুঝায়

সে ছাড়া সে কেহ বোঝে না কভু।

৯ই কার্তিক ১৩০৪


ভাষা ও ছন্দ

যেদিন হিমাদ্রিশৃঙ্গে নামি আসে আসন্ন আষাঢ়,

মহানদ ব্রহ্মপুত্র অকস্মাৎ দুর্দাম দুর্বার

দুঃসহ অন্তরবেগে তীরতরু করিয়া উন্মূল

মাতিয়া খুঁজিয়া ফিরে আপনার কূল-উপকূল

তট-অরণ্যের তলে তরঙ্গের ডম্বরু বাজায়ে

ক্ষিপ্ত ধূর্জটির প্রায় ; সেইমত বনানীর ছায়ে

স্বচ্ছ শীর্ণ ক্ষিপ্রগতি স্রোতস্বতী তমসার তীরে

অপূর্ব উদ‍্‍বেগভরে সঙ্গীহীন ভ্রমিছেন ফিরে

মহর্ষি বাল্মীকি কবি, রক্তবেগতরঙ্গিত বুকে

গম্ভীর জলদমন্দ্রে বারম্বার আবর্তিয়া মুখে