কাহিনী

আপনার করি নিল পলকেই

মোরে তপোবনপবন এসে।


মিথ্যা তোমার জটিল বুদ্ধি,

বৃদ্ধ, তোমার হাসিরে ধিক্‌ —

চিত্ত তাহার আপনার কথা

আপন মর্মে ফিরায়ে নিক।

তোমার পামরী পাপিনীর দল

তারাও অমনি হাসিল হাসি —

আবেশে বিলাসে ছলনার পাশে

চারি দিক হতে ঘেরিল আসি।

বসনাঞ্চল লুটায় ভূতলে,

বেণী খসি পড়ে কবরী টুটি —

ফুল ছুঁড়ে ছুঁড়ে মারিল কুমারে

লীলায়িত করি হস্ত দুটি।

হে মোর অমল কিশোর তাপস,

কোথায় তোমারে আড়ালে রাখি।

আমার কাতর অন্তর দিয়ে

ঢাকিবারে চাই তোমার আঁখি।

হে মোর প্রভাত, তোমারে ঘেরিয়া

পারিতাম যদি দিতাম টানি

উষার রক্ত মেঘের মতন

আমার দীপ্ত শরমখানি।

ও আহুতি তুমি নিয়ো না, নিয়ো না

হে মোর অনল, তপের নিধি —

আমি হয়ে ছাই তোমারে লুকাই

এমন ক্ষমতা দিল না বিধি।

ধিক্‌ রমণীরে ধিক্‌ শত বার,

হতলাজ বিধি তোমারে ধিক্‌ —

রমণীজাতির ধিক্কার-গানে

ধ্বনিয়া উঠিল সকল দিক।

ব্যাকুল শরমে অসহ ব্যথায়

লুটায়ে ছিন্না-লতিকা-সমা