প্রকৃতি
১৪৪
আমরা   বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালিমালা–
       নবীন ধানের মঞ্জরী দিয়ে সাজিয়ে এনেছি ডালা॥
       এসো গো শারদলক্ষ্মী, তোমার শুভ্র মেঘের রথে,
এসো            নির্মল নীলপথে,
এসো            ধৌত শ্যামল আলো-ঝলমল বনগিরি-পর্বতে–
এসো            মুকুটে পরিয়া শ্বেতশতদল শীতল-শিশির-ঢালা।
       ঝরা মলতীর ফুলে
       আসন বিছানো নিভৃত কুঞ্জে ভরা গঙ্গার কূলে,
       ফিরিছে মরাল ডানা পাতিবারে তোমার চরণমূলে।
       গুঞ্জর তাল তুলিয়ো তোমার সোনার বীণার তারে
       মৃদুমধু ঝংকারে,
       হাসি-ঢালা সুর গলিয়া পড়িবে ক্ষণিক অশ্রুধারে।
       রহিয়া রহিয়া যে পরশমণি ঝলকে অলককোণে
       পলকের তরে সকরুণ করে বুলায়ো বুলায়ো মনে–
       সোনা হয়ে যাবে সকল ভাবনা, আঁধার হইবে আলা॥