বিসর্জন

তোমার কী আছে অধিকার।

 

সনিশ্বাসে

 

গোবিন্দ।    থাক্‌ তর্ক।

যাও মন্ত্রী, আদেশ প্রচার করো গিয়ে —

আজ হতে বন্ধ বলিদান।

[প্রস্থান

মন্ত্রী।    একি হল!

নক্ষত্ররায়।    তাই তো হে মন্ত্রী, এ কী হল! শুনেছিনু

মগের মন্দিরে বলি নেই, অবশেষে

মগেতে হিন্দুতে ভেদ রহিল না কিছু।

কী বল হে চাঁদপাল, তুমি কেন চুপ?

চাঁদপাল।    ভীরু আমি ক্ষুদ্র প্রাণী, বুদ্ধি কিছু কম

না বুঝে পালন করি রাজার আদেশ।


দ্বিতীয় দৃশ্য

মন্দির

 

জয়সিংহ

 

রঘুপতির প্রবেশ

 

পা ধুইবার জল প্রভৃতি অগ্রসর করিয়া

জয়সিংহ। গুরুদেব!

রঘুপতি।       যাও, যাও!

জয়সিংহ।          আনিয়াছি জল।

রঘুপতি।    থাক্‌, রেখে দাও জল।

জয়সিংহ।             বসন।

রঘুপতি।    কে চাহে

বসন!