নটরাজ
বর্ষামঙ্গল

ওগো সন্ন্যাসী, কী গান ঘনাল মনে।

গুরু গুরু গুরু নাচের ডমরু

বাজিল ক্ষণে ক্ষণে।

তোমার ললাটে জটিল জটার ভার

নেমে নেমে আজি পড়িছে বারম্বার,

বাদল আঁধার মাতাল তোমার হিয়া,

বাঁকা বিদ্যুৎ চোখে উঠে চমকিয়া।

চিরজনমের শ্যমলী তোমার প্রিয়া

আজি এ বিরহ-দীপন-দীপিকা

পাঠাল তোমারে এ কোন্‌ লিপিকা,

লিখিল নিখিল-আঁখির কাজল দিয়া,

চিরজনমের শ্যামলী তোমার প্রিয়া।

 

মনে পড়িল কি ঘন কালো এলোচুলে

অগুরু ধূপের গন্ধ?

শিখি-পুচ্ছের পাখা সাথে দুলে দুলে

কাঁকন-দোলন ছন্দ?

মনে পড়িল কি নীল নদীজলে,

ঘন শ্রাবণের ছায়া ছলছলে

মিলি মিলি সেই জল-কলকলে

কলালাপ মৃদুমন্দ ;

স্থকিত-পায়ের চলা দ্বিধাহত,

ভীরু নয়নের পল্লব নত,

না-বলা কথার আভাসের মতো

নীলাম্বরের প্রান্ত?

মনে পড়িছে কি কাঁখে তুলে ঝারি

তরুতলে-তলে ঢেলে চলে বারি,

সেচন-শিথিল বাহু দুটি তারি

ব্যথায় আলসে ক্লান্ত?