নটরাজ

ডম্বরু গম্ভীর সুরে

জাগায় বিদ্যুৎ-ছন্দে

আসন্ন বৈশাখী।

হে রাখাল, বেণু তব

বাজাও একাকী।

 

পরানে কার ধেয়ান আছে জাগি,

জানি হে জানি, কঠোর বৈরাগী।

সুদূর পথে চরণ দুটি বাজে

পুরব কূলে বকুলবীথিমাঝে,

লুটায়ে-পড়া অমল-নীল সাজে

নবকেতকী-কেশর আছে লাগি।

তাহারি ধ্যান পরানে তব জাগি।

 

রাখাল বেণু বাজায় তরুতলে

রাগিণী তার তাহারি কথা বলে।

ভূতলে খসি পড়িছে পাতাগুলি

চলিতে পাছে চরণে লাগে ধূলি,—

কৃষ্ণচূড়া রয়েছে খেলা ভুলি

পথে তাহারে ছায়া দিবারি লাগি।

তাহারি ধ্যান পরানে আছে জাগি।

 

কাঁকন-ধ্বনি তপোবনের পারে

চপল বায়ে আসিছে বারে বারে,

কপোত দুটি তাহারি সাড়া পেয়ে

চাঁপার ডালে উঠিছে গেয়ে গেয়ে,

মরমে তব মৌনী আছে চেয়ে

আপন-মাঝে তাহারি বাণী মাগি।

তাহারি ধ্যান পরানে আছে জাগি।

 

কঠোর, তুমি মাধুরী-সাধনাতে

মগন হয়ে রয়েছ দিনে রাতে।