পূজা
                     ৩৩৯

         আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে,
            আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে॥
         দেহমনের সুদূর পারে  হারিয়ে ফেলি আপনারে,
            গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে॥
            আমার মুক্তি সর্বজনের মনের মাঝে,
            দুঃখবিপদ-তুচ্ছ-করা কঠিন কাজে।
         বিশ্বধাতার যজ্ঞশালা,  আত্মহোমের বহ্নি জ্বালা–
            জীবন যেন দিই আহুতি মুক্তি-আশে॥