পূজা
                       ৩৩৮

          আছ আপন মহিমা লয়ে মোর গগনে রবি,
          আঁকিছ মোর মেঘের পটে তব রঙেরই ছবি॥
      তাপস, তুমি ধেয়ানে তব  কী দেখ মোরে কেমনে কব–
          তোমার জটে আমি তোমারি ভাবের জাহ্নবী॥
          তোমারি সোনা বোঝাই হল, আমি তো তার ভেলা।
          নিজেরে তুমি ভোলাবে ব’লে আমারে নিয়ে খেলা।
      কণ্ঠে মম কী কথা শোন  অর্থ আমি বুঝি না কোনো–
          বীণাতে মোর কাঁদিয়া ওঠে তোমারি ভৈরবী॥