নৃত্যনাট্য চিত্রাঙ্গদা

গর্জিয়া নামে যেন বন্যার জল।

চল্‌ তোরা পঞ্চগ্রামী,

চল্‌ তোরা কলিঙ্গধামী,

মল্লপল্লী হতে চল,

‘ জয় চিত্রাঙ্গদা ' বল্‌,

বল্‌ বল্‌ ভাই রে —

ভয় নাই, ভয় নাই, ভয় নাই, নাই রে।

অর্জুন।    জনপদবাসী, শোনো শোনো,

রক্ষক তোমাদের নাই কোনো?

গ্রামবাসী।      তীর্থে গেছেন কোথা তিনি

গোপনব্রতধারিণী,

চিত্রাঙ্গদা তিনি রাজকুমারী।

অর্জুন।     নারী! তিনি নারী!

গ্রামবাসীগণ।      স্নেহবলে তিনি মাতা,

বাহুবলে তিনি রাজা।

তাঁর নামে ভেরী বাজা,

‘ জয় জয় জয় ' বলো ভাই রে —

  ভয় নাই, ভয় নাই, নাই রে॥

সন্ত্রাসের বিহ্বলতা নিজেরে অপমান।

সংকটের কল্পনাতে হোয়ো না ম্রিয়মাণ।

মুক্ত করো ভয়,

আপনা-মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়।

দুর্বলেরে রক্ষা করো, দুর্জনেরে হানো,

নিজেরে দীন নিঃসহায় যেন কভু না জানো।

মুক্ত করো ভয়,

নিজের 'পরে করিতে ভর না রেখো সংশয়।

ধর্ম যবে শঙ্খরবে করিবে আহ্বান

নীরব হয়ে নম্র হয়ে পণ করিয়ো প্রাণ।

মুক্ত করো ভয়,

দুরূহ কাজে নিজেরি দিয়ো কঠিন পরিচয়।

[ প্রস্থান