নৃত্যনাট্য চিত্রাঙ্গদা

ফল ধরে সেই।

হর্ষ-অচেতন বর্ষ

রেখে যাক মন্ত্রস্পর্শ

নবতরছন্দস্পন্দন।

[ প্রস্থান

অর্জুন ও চিত্রাঙ্গদা

কেটেছে একেলা বিরহের বেলা

আকাশকুসুম-চয়নে।

সব পথ এসে মিলে গেল শেষে

তোমার দুখানি নয়নে।

দেখিতে দেখিতে নূতন আলোকে

কি দিল রচিয়া ধ্যানের পুলকে

নূতন ভুবন নূতন দ্যুলোকে

মোদের মিলিত নয়নে।

বাহির-আকাশে মেঘ ঘিরে আসে,

এল সব তারা ঢাকিতে।

হারানো সে আলো আসন বিছালো

শুধু দুজনের আঁখিতে।

ভাষাহারা মম বিজন রোদনা

প্রকাশের লাগি করেছে সাধনা,

চিরজীবনেরি বাণীর বেদনা

মিটিল দোঁহার নয়নে॥

[ প্রস্থান

অর্জুনের প্রবেশ

অর্জুন।     কেন রে ক্লান্তি আসে আবেশভার বহিয়া

দেহ মন প্রাণ দিবানিশি জীর্ণ অবসাদে।

ছিন্ন করো এখনি বীর্যবিলোপী এ কুহেলিকা ;

এই কর্মহারা কারাগারে রয়েছ কোন্‌ পরমাদে।


গ্রামবাসীগণের প্রবেশ

গ্রামবাসীগণ।     হো, এল এল এল রে দস্যুর দল,