নৃত্যনাট্য চিত্রাঙ্গদা

এই বাতাসে

যেন উতলা অপ্সরীর উত্তরীয়

করে রোমাঞ্চ দান,

দূর সিন্ধুতীরে কার মঞ্জীরে

গুঞ্জরতান॥

সখীদের প্রতি

 

দে তোরা আমায় নূতন ক'রে দে

নূতন আভরণে।

হেমন্তের অভিসম্পাতে

রিক্ত অকিঞ্চন কাননভূমি ;

বসন্তে হোক দৈন্যবিমোচন

নব লাবণ্যধনে।

শূন্য শাখা লজ্জা ভুলে যাক

পল্লব-আবরণে।

সখীগণ।      বাজুক প্রেমের মায়ামন্ত্রে

পুলকিত প্রাণের বীণাযন্ত্রে

চিরসুন্দরের অভিবন্দনা।

আনন্দচঞ্চল নৃত্য অঙ্গে অঙ্গে বহে যাক

হিল্লোলে হিল্লোলে,

যৌবন পাক সম্মান

বাঞ্ছিতসম্মিলনে॥

[সকলের প্রস্থান

অর্জুনের প্রবেশ ও ধ্যানে উপবেশন
তাঁকে প্রদক্ষিণ ক'রে চিত্রাঙ্গদার নৃত্য

চিত্রাঙ্গদা।      আমি তোমারে করিব নিবেদন

আমার হৃদয় প্রাণ মন!

অর্জুন।      আমি তোমারে করিব নিবেদন

বরণযোগ্য নহি বরাঙ্গনে,

ব্রহ্মচারী ব্রতধারী।