তাসের দেশ

সকলে। চলবে না, চলবে না।

রানী। কোথায় গেল সেই মানুষরা।

রাজপুত্র। এই-যে আছি আমরা।

রানী। মানুষ হতে পারব আমরা?

রাজপুত্র। পারবে, নিশ্চয় পারবে।

রাজা। ওগো বিদেশী, আমিও কি পারব।

রাজপুত্র। সন্দেহ করি। কিন্তু, রানী আছেন তোমার সহায়। জয় রানীর।


সকলের গান

    বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও,

               বাঁধ ভেঙে দাও।

    বন্দী প্রাণমন হোক উধাও।

        শুকনো গাঙে আসুক

জীবনের বন্যার উদ্দাম কৌতুক ;

        ভাঙনের জয়গান গাও।

জীর্ণ পুরাতন যাক ভেসে যাক,

যাক ভেসে যাক, যাক ভেসে যাক।

       আমরা শুনেছি ওই

            ‘ মাভৈঃ মাভৈঃ মাভৈঃ'

         কোন্‌ নূতনেরই ডাক।

ভয় করি না অজানারে,

         রুদ্ধ তাহারি দ্বারে

                দুর্দাড় বেগে ধাও॥