প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
মা। বাছা, তোমাকে ধরে রাখতে গেলেই হারাব। তুমি বইতে পারবে না আরামের বোঝা,
সইতে পারবে না সেবার বন্ধন। আমি
ভয় ক’রে অকল্যাণ করব
না। ললাটে দেব শ্বেতচন্দনের
তিলক, শ্বেত উষ্ণীষে পরাব শ্বেতকরবীর
গুচ্ছ। যাই কুলদেবতার পুজো সাজাতে। সন্ধ্যার সময় আরতির কাজল পরাব চোখে।
পথে দৃষ্টির বাধা যাবে কেটে।
[ রাজমাতার প্রস্থান