পরিশিষ্ট ৪

এই-সব গান কোনো রবীন্দ্র-নামাঙ্কিত গ্রন্থ বা রচনায় নাই। নানা জনের নানা সংগীতসংকলনে বা রচনায় ছড়ানো আছে। পরবর্তী গ্রন্থপরিচয় দ্রষ্টব্য।

ভাসিয়ে দে তরী তবে নীল সাগরোপরি।
বহিছে মৃদুল বায়, নাচিছে মৃদু লহরীৼ
ডুবেছে রবির কায়া, আধো আলো আধো ছায়া—
আমরা দুজনে মিলি যাই চলো ধীরি ধীরিৼ
একটি তারার দীপ যেন কনককের টিপ
দূর শৈলভুরুমাঝে রয়েছে উজল করি।
নাহি সাড়া,নাহি শব্দ, মন্ত্রে যেন সব স্তব্ধ—
শান্তির ছবিটি যেন কী সুন্দর আহা মরিৼ

ছিলে কোথা বলো,কত কী যে হল
        জান না কি তা? হায় হায়, আহা!
মানদায়ে যায় যায় বাসবের প্রাণ—
        এখানে কী কর, তুমি ফুলশর
           তারে গিয়ে করো ত্রাণৼ

            চলো চলো,চলো চলো, চলো চলো ফুলধনু,
                চলো যাই কাজ সাধিতে।
                    দাও বিদায় রতি গো!
            এমন এমন ফুল দিব আনি
                পরখিবে মানিনীহৃদয়ে হানি,
                    মরমে মরমে রমণী অমনি
                        থাকিবে গো দহিতেৼ