শৈশবসঙ্গীত
    রাখ এই অনুরোধ!”
নীরব সে গৃহে ধ্বনিল আবার,
    “প্রতিশোধ! প্রতিশোধ!”—
হৃদয়ের প্রতি শিরা উপশিরা
    কাঁপিয়া উঠিল হেন—
সবলে ছুরিকা ধরিল কুমার,
    পাগলের মত যেন।
প্রতাপের সেই অবারিত বুকে
    ছুরি বিঁধাইল বলে।
মালতী বালিকা মূচছিয়া পড়িল
    কুমারের পদতলে।
উন্মত্ত হৃদয়ে, জ্বলন্ত নয়নে,
    বদ্ধ করি হস্তমুঠি—
কুটীর হইতে পাগল কুমার
    বাহিরেতে গেল ছুটি।
এখনো কুমার সেই বনমাঝে
    পাগল হইয়া মি—
মালতীবালার চিরমূচ্র্ছা আর
    ঘুচিল না এ জনমে!