প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
শ ষ স বাদল দিনে
ঘরে যায় ছাতা কিনে।
শাল মুড়ি দিয়ে হ ক্ষ
কোণে বসে কাশে খ ক্ষ।
বনে থাকে বাঘ।
গাছে থাকে পাখী।
জলে থাকে মাছ।
ডালে আছে ফল।
পাখী ফল খায়।
পাখা মেলে ওড়ে।
বাঘ আছে আম-বনে।
গায়ে চাকা চাকা দাগ।
পাখী বনে গান গায়।
মাছ জলে খেলা করে।
ডালে ডালে কাক ডাকে।
খালে বক মাছ ধরে।
বনে কত মাছি ওড়ে।
ওরা সব মৌ-মাছি।
ঐখানে মৌ-চাক।
তাতে আছে মধু ভরা।