প্রথম ভাগ
অ আ

ছোট খোকা বলে অ আ

শেখেনি সে কথা কওয়া।

ই ঈ

হ্রস্ব ই দীর্ঘ ঈ

বসে খায় ক্ষীর খই।

উ ঊ

হ্রস্ব উ দীর্ঘ ঊ

ডাক ছাড়ে ঘেউ ঘেউ।

ঘন মেঘ বলে ঋ

দিন বড় বিশ্রী।

এ ঐ

বাটি হাতে এ ঐ

হাঁক দেয় দে দৈ।

ও ঔ

ডাক পাড়ে ও ঔ

ভাত আনো বড় বৌ।


ক খ গ ঘ

ক খ গ ঘ গান গেয়ে

জেলে ডিঙি চলে বেয়ে।

চরে বসে রাঁধে ঙ

চোখে তার লাগে ধোঁয়া।