সুখী প্রাণ

জান না তো নির্ঝরিণী,             আসিয়াছ কোথা হতে,

          কোথায় যে করিছ প্রয়াণ,

মাতিয়া চলেছ তবু                 আপন আনন্দে পূর্ণ,

          আনন্দ করিছ সবে দান।

বিজন-অরণ্য-ভূমি                  দেখিছে তোমার খেলা

          জুড়াইছে তাহার নয়ান।

মেষ-শাবকের মতো                তরুদের ছায়ে ছায়ে

          রচিয়াছ খেলিবার স্থান।

গভীর ভাবনা কিছু                  আসে না তোমার কাছে,

          দিনরাত্রি গাও শুধু গান।

বুঝি নরনারী মাঝে                 এমনি বিমল হিয়া

          আছে কেহ তোমারি সমান।

চাহে না চাহে না তারা               ধরণীর আড়ম্বর,

          সন্তোষে কাটাতে চায় প্রাণ,

নিজের আনন্দ হতে                 আনন্দ বিতরে তারা

          গায় তারা বিশ্বের কল্যাণ।

 

Robert Buchanan