কোরো না ছলনা, কোরো না ছলনা

‘ কোরো না ছলনা, কোরো না ছলনা

          যেয়ো না ফেলিয়া মোরে!

এতই যাতনা দুখিনী আমারে

          দিতেছ কেমন করে?

গাঁথিয়া রেখেছি পরাতে মালিকা

          তোমার গলার- ‘ পরে,

কোরো না ছলনা, কোরো না ছলনা,

          যেয়ো না ফেলিয়া মোরে!

এতই যাতনা দুখিনী-বালারে

          দিতেছ কেমন করে?

যে শপথ তুমি বলেছ আমারে

          মনে করে দেখো তবে,

মনে করো সেই কুঞ্জ যেথায়

          কহিলে আমারি হবে।

কোরো না ছলনা — কোরো না ছলনা

          যেয়ো না ফেলিয়া মোরে,

এতই যাতনা দুখিনী-বালারে

          দিতেছ কেমন করে?'

এত বলি এক কাঁদিছে ললনা

          ভাসিছে লোচন-লোরে

‘ কোরো না ছলনা — কোরো না ছলনা

          যেয়ো না ফেলিয়া মোরে।

এতই যাতনা দুখিনী-বালারে

          দিতেছ কেমন করে?'

 

William Chappel