জাগি রহে চাঁদ
বেহাগ

জাগি রহে চাঁদ আকাশে যখন

          সারাটি রজনী!

শ্রান্ত জগত ঘুমে অচেতন

          সারাটি রজনী!

অতি ধীরে ধীরে হৃদে কী লাগিয়া

মধুময় ভাব উঠে গো জাগিয়া

          সারাটি রজনী!

ঘুমায়ে তোমারি দেখি গো স্বপন

          সারাটি রজনী!

জাগিয়া তোমারি দেখি গো বদন

          সারাটি রজনী!

ত্যজিবে যখন দেহ ধূলিময়

তখনি কি সখি তোমার হৃদয়,

আমার ঘুমের শয়ন-ঞ্চপরে

ভ্রমিয়া বেড়াবে প্রণয়-ভরে।

          সারাটি রজনী!