হিন্দী : মধ্যযুগ

           ১

 

গুরুচরণনকী আশা।

গুরুকৃপা ভব নিশা সিরাণী।

     দীপত জ্ঞান উজালা।

কারী কমরিয়া গুরু মোহি দীনী,

     নাম জপনকো মালা।

জল পীবন কো তুম্বী দীনী

     আসন্‌ চরণন পাসা।

     গুরুচরণনকী আশা।

                 — গোরখনাথের অন্যতম শিষ্য

 

গুরু, আমায় মুক্তিধনের

     দেখাও দিশা।

কম্বল মোর সম্বল হোক

     দিবানিশা।

সম্পদ হোক জপের মালা

নামমণির দীপ্তি - জ্বালা।

তুম্বীতে পান করব যে জল

     মিটবে তাহে বিষয় - তৃষা।

 

              ২

 

করবোঁ মৈঁ কবন বহানা

     গবন হমরো নিয়রানা।

সব সখিয়নমেঁ চুনরী মোরী মৈলী —

     দুজে পিয়া ঘর জানা।

এক লাজ মোহী শাস ননদকী —

     দুজে পিয়া মারে তানা।

পিয়াকে পগিয়া রঙ্গী জোনা রঙ্গমে