প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
জানলাটা উঠল শব্দ করে,
দরজার কাছের পর্দাটা
উড়ে বেড়াতে লাগল অস্থির হয়ে।
আমি বলে উঠলেম,
‘ ওগো, আজ তোমার ঘরে তুমি এসেছ কি
মরণলোক থেকে
তোমার বাদামি রঙের শাড়িখানি পরে? '
একটা নিঃশ্বাস লাগল আমার গায়ে,
শুনলেম অশ্রুতবাণী,
‘ কার কাছে আসব? '
আমি বললেম,
‘ দেখতে কি পেলে না আমাকে? '
শুনলেম,
‘ পৃথিবীতে এসে
যাকে জেনেছিলেম একান্তই,
সেই আমার চিরকিশোর বঁধু
তাকে তো আর পাইনে দেখতে
এই ঘরে। '
শুধালেম, ‘ সে কি নেই কোথাও? '
মৃদু শান্তসুরে বললে,
‘ সে আছে সেইখানেই
যেখানে আছি আমি।
আর কোথাও না। '
দরজার কাছে শুনলেম উত্তেজিত কলরব —
হাবড়া স্টেশন থেকে
ওরা ফিরেছে।