বীথিকা

                 শুনতে পাবে সন্ধ্যাকালের

                           চরম বাঁশি।

 

      সেই বাঁশিতে উঠবে বেজে

            দূর সাগরের হাওয়ার ভাষা,

                 সেই বাঁশিতে দেবে আনি

                 বৃন্তমোচন ফলের বাণী

                           বাঁধন - নাশা।

 

      সেই বাঁশিতে শুনতে পাবে

           জীবন - পথের জয়ধ্বনি —

                 শুনতে পাবে পথিক রাতের

                  যাত্রামুখে নূতন প্রাতের

                           আগমনী।


পুপুদিদির জন্মদিনে

যে ছিল মোর ছেলেমানুষ

                     হারিয়ে গেল কোথা —

         পথ ভুলে সে পেরিয়েছিল

                     মরা নদীর সোঁতা।

         হায়, বুড়োমির পাঁচিল তারে

                       আড়াল করল আজ —

         জানি নে কোন্‌ লুকিয়ে - ফেরা

                     বয়স - চোরার কাজ।

         হঠাৎ তোমার জন্মদিনের

                     আঘাত লাগল দ্বারে,

         ডাক দিল সে দূর সেকালের

                     খ্যাপা বালকটারে।

               ছেলেমানুষ আমি

         ডাক শুনে সে এগিয়ে এসে

                     হঠাৎ গেল থামি।