বিচিত্রিতা

তার পরে কোন্‌ সব-ভুলিবার দিনে

                   নাম হল মোর হারা!

আমি যেন অকালে আশ্বিনে

                    এক-পসলার ধারা।

        তার পরে তো হল আমার জয় —

        সেই প্রদোষের ঝাপসা পরিচয়

                   ভরল তোমার ভাষা,

        তার পরে তো তোমার ছন্দোময়

                   বেঁধেছি মোর বাসা।

 

চেনো কিম্বা নাই বা আমায় চেনো

                   তবু তোমার আমি।

সেই সেদিনের পায়ের ধ্বনি জেনো

                   আর যাবে না থামি।

        যে-আমারে হারালে সেই কবে

        তারই সাধন করে গানের রবে

                   তোমার বীণাখানি।

        তোমার বনে প্রোল্লোল পল্লবে

                   তাহার কানাকানি।

 

সেদিন আমি এসেছিলেম একা

                   তোমার আঙিনাতে।

দুয়ার ছিল পাথর দিয়ে ঠেকা

                   নিদ্রাঘেরা রাতে।

 

        যাবার বেলা সে-দ্বার গেছি খুলে

        গন্ধ-বিভোল পবন-বিলোল ফুলে,

                        রঙ-ছড়ানো বনে —

        চঞ্চলিত কত শিথিল চুলে,

                         কত চোখের কোণে।