শ্যামলা

           যে-ধরণী ভালোবাসিয়াছি

 

তোমারে দেখিয়া ভাবি তুমি তারি আছ কাছাকাছি।

           হৃদয়ের বিস্তীর্ণ আকাশে

                 উন্মুক্ত বাতাসে

                       চিত্ত তব স্নিগ্ধ সুগভীর।

                     হে শ্যামলা, তুমি ধীর,

                   সেবা তব সহজ সুন্দর,

           কর্মেরে বেষ্টিয়া তব আত্মসমাহিত অবসর।

 

 

                মাটির অন্তরে

                      স্তরে স্তরে

                   রবিরশ্মি নামে পথ করি,

               তারি পরিচয় ফুটে দিবসশর্বরী

                   তরুলতিকায় ঘাসে,

                       জীবনের বিচিত্র বিকাশে।

           তেমনি প্রচ্ছন্ন তেজ চিত্ততলে তব

                 তোমার বিচিত্র চেষ্টা করে নব নব

                              প্রাণমূর্তিময়,

                       দেয় তারে যৌবন অক্ষয়।

 

 

    প্রতিদিবসের সব কাজে

সৃষ্টির প্রতিভা তব অক্লান্ত বিরাজে।

               তাই দেখি তোমার সংসার

         চিত্তের সজীব স্পর্শে সর্বত্র তোমার আপনার।

 

 

           আষাঢ়ের প্রথম বর্ষণে