কী হবে বলো গো সখি

কী হবে বলো গো সখি ভালোবাসি অভাগারে

যদি ভালোবেসে থাক ভুলে যাও একেবারে —

একদিন এ হৃদয় — আছিল কুসুমময়

চরাচর পূর্ণ ছিল সুখের অমৃতধারে

সেদিন গিয়েছে সখি আর কিছু নাই

ভেঙে পুড়ে সব যেন হয়ে গেছে ছাই

হৃদয়-কবরে শুধু মৃত ঘটনার

 

...[র]য়েছে পড়ে স্মৃতি নাম যার।