এসো আজি সখা

এসো আজি সখা বিজন পুলিনে

              বলিব মনের কথা ;

মরমের তলে যা-কিছু রয়েছে

              লুকানো মরম-ব্যথা।

সুচারু রজনী, মেঘের আঁচল

              চাপিয়া অধরে হাসিছে শশি,

বিমল জোছনা সলিলে মজিয়া

              আঁধার মুছিয়া ফেলেছে নিশি,

কুসুম কাননে বিনত আননে

       মুচকিয়া হাসে গোলাপবালা,

বিষাদে মলিনা, শরমে নিলীনা,

       সলিলে দুলিছে কমলিনী বধূ

ম্লানরূপে করি সরসী আলা!

       আজি, খুলিয়া ফেলিব প্রাণ

       আজি, গাইব কত কী গান,

আজি, নীরব নিশীথে, চাঁদের হাসিতে

       মিশাব অফুট তান!

দুই হৃদয়ের যত আছে গান

       এক সাথে আজি গাইব,

দুই হৃদয়ের যত আছে কথা

       দুইজনে আজি কহিব ;

কতদিন সখা, এমন নিশীথে

       এমন পুলিনে বসি,

মানসের গীত গাহিয়া গাহিয়া

       কাটাতে পাই নি নিশি!

স্বপনের মতো সেই ছেলেবেলা

       সেইদিন স খা মনে কি হয়?

হৃদয় ছিল গো কবিতা মাখানো

      প্রকৃতি আছিল কবিতাময়,

কী সুখে কাটিত পূরণিমা রাত