কবিতা

তুই যদি, মা গো, না মুছাবি বল্‌

তবে উমা আর, কে আছে আমার

       এ শূন্য আঁধার ঘরে?

সারাটি বরষ যে দুখে গিয়াছে

       কী হবে শুনে সে ব্যথা,

বল্‌ দেখি, উমা, পতির ঘরের

       সকল কুশল-কথা। '

এত বলি রানী হরষে আদরে

       উমারে কোলেতে লয়ে,

হরষের ধারা বরষি নয়নে

       পশিল গিরি-আলয়ে।

আজিকে গিরির প্রাসাদে কুটিরে

       উঠিল হরষ-ধ্বনি,

কত দিন পরে মেনকা-মহিষী

       পেয়েছে নয়নমণি!