কবিতা

বিলাপের ধ্বনি উঠাও জননি,

          দেখিব ভারত জাগিবে কি না।

অযুত অযুত ভারতনিবাসী

          কাঁদিয়া উঠিবে দারুণ শোকে,

সে রোদনধ্বনি পৃথিবী ভরিয়া

          উঠিবে, জননি, দেবতালোকে।

তা যদি না হয় তা হলে, ভারতি,

          তুলিয়া লও গো বিজয়ভেরী,

বাজাও জলদগভীর গরজে

          অসীম আকাশ ধ্বনিত করি।

গাও গো হুতাশ-পূরিত গান,

          জ্বলিয়া উঠুক অযুত প্রাণ,

উথলি উঠুক ভারত-জলধি —

          কাঁপিয়া উঠুক অচলা ধরা।

দেখিব তখন প্রতিভাহীনা

          এ ভারতভূমি জাগিবে কি না,

ঢাকিয়া বয়ান আছে যে শয়ান

          শরমে হইয়া মরমে-মরা!

এই ভারতের আসনে বসিয়া

          তুমিই ভারতী গেয়েছ গান,

ছেয়েছে ধরার আঁধার গগন

          তোমারি বীণার মোহন তান।

আজও তুমি, মাতা, বীণাটি লইয়া

          মরম বিঁধিয়া গাও গো গান —

হীনবল সেও হইবে সবল,

          মৃতদেহ সেও পাইবে প্রাণ।