বিদেশী ফুলের গুচ্ছ
Shelley

মধুর সূর্যের আলো, আকাশ বিমল,

সঘনে উঠিছে নাচি তরঙ্গ উজ্জ্বল।

         মধ্যাহ্নের স্বচ্ছ করে

         সাজিয়াছে থরে থরে

ক্ষুদ্র নীল দ্বীপগুলি, শুভ্র শৈলশির।

         কাননে কুঁড়িরে ঘিরি

         পড়িতেছে ধীরি ধীরি

পৃথিবীর অতি মৃদু নিশ্বাসসমীর।

একই আনন্দে যেন গায় শত প্রাণ —

বাতাসের গান আর পাখিদের গান।

         সাগরের জলরব

         পাখিদের কলরব

এসেছে কোমল হয়ে স্তব্ধতার সংগীত-সমান।

 

আমি দেখিতেছি চেয়ে সমুদ্রের জলে

শৈবাল বিচিত্রবর্ণ ভাসে দলে দলে।

         আমি দেখিতেছি চেয়ে

         উপকূল-পানে ধেয়ে

মুঠি মুঠি তারাবৃষ্টি করে ঢেউগুলি।

         বিরলে বালুকাতীরে

         একা বসে রয়েছি রে,

চারি দিকে চমকিছে জলের বিজুলি।

তালে তালে ঢেউগুলি করিছে উত্থান —

তাই হতে উঠিতেছে কী একটি তান।

         মধুর ভাবের ভরে

         হৃদয় কেমন করে,

আমার সে ভাব আজি বুঝিবে কি আর কোনো প্রাণ।