৫৯

হাস্যদমনকারী গুরু —

              নাম যে বশীশ্বর,

কোথা থেকে জুটল তাহার

              ছাত্র হসীশ্বর।

হাসিটা তার অপর্যাপ্ত,

তরঙ্গে তার বাতাস ব্যাপ্ত,

পরীক্ষাতে মার্কা যে তাই

              কাটেন মসীশ্বর।

ডাকি সরস্বতী মাকে,—

‘ ত্রাণ করো এই ছেলেটাকে,

মাস্টারিতে ভর্তি করো

                হাস্যরসীশ্বর। '