৮১

সরিয়ে দিয়ে আমার ঘুমের

                       পর্দাখানি

ডেকে গেল নিশীথ - রাতে

                       কে না জানি।

কোন্‌ গগনের দিশাহারা

তন্দ্রাবিহীন একটি তারা?

কোন্‌ রজনীর দু:স্বপনের

                        আর্তবাণী?

ডেকে গেল নিশীথ - রাতে

                         কে না জানি।

 

আঁধার রাতে ভয় এসেছে

                        কোন্‌ সে নীড়ে?

বোঝাই তরী ডুবল কোথায়

                        পাষাণ - তীরে?

এই ধরণীর বক্ষ টুটে

এ কী রোদন এল ছুটে

আমার বক্ষে বিরাম - হারা

                         বেদন হানি।

ডেকে গেল নিশীথ - রাতে

                           কে না জানি।